আরও মামলা হচ্ছে সাবেক আইজিপি মামুন ও হারুনের বিরুদ্ধে
নিউজ ডেস্কঃ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় ২টি অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপশি মামলার প্রক্রিয়া চলছে।
বুধবার (১৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা পরিচালনকারী, তথ্য সংগ্রহ বিষয়ক কর্মকর্তা ও পুলিশের সাবেক পরিদর্শক মো.সালাহ উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মো.সালাহ উদ্দিন খান বলেন,সরকার পতনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ও দুই বছর আগে ২০২২ সালে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানে লুটপাট ও ডাকাতির অভিযোগে, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পল্টন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি মামলার প্রক্রিয়া চলছে।
সালাহ উদ্দিন খান বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন।
১৩ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময়ে ঢাকার মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে আরেক মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন আদালত। ওইদিন সকালে আবু সায়েদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে একব্যক্তি আবেদনটি করেন। এ মামলার অন্য অভিযুক্তরা হলেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান
সুত্র:- সময় টিভি