সারাদেশ

দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

ইতালিতে বসবাসরত দিরাই উপজেলাবাসীর সামাজিক সংগঠন দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়ার পক্ষ থেকে দিরাই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় সংগঠনের সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী মো. দেলোয়ার হোসেন আর্থিক সহযোগিতা উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেন। এ সময় সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক গিলমান আহমদ খোকন, সদস্য সোহেল আহমদ, দিরাই পৌরসভার সহকারী কর আদায়কারী আরব উদ্দিন, ছাত্রনেতা মেহেদী হাসান রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠন সূত্রে জানা যায়, দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উদয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়, ফাতেমানগর কেন্দ্রীয় জামে মসজিদ, দিরাই পৌরসভার চন্ডিপুর গ্রামের সিরাজুল ইসলাম, দিরাই সমাজকল্যাণ সমিতির উপদেষ্টা পারভেজ চৌধুরী এবং সহসভাপতি দিপাল তালুকদারের মাধ্যমে দুইটি পরিবারের মধ্যে প্রায় ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়া প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap