মহানবী (সা.)কে কটুক্তিকারীর শাস্তি দাবী করেছেন করিমপুর ইউনিয়ন চেয়ারম্যান
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ফেসবুকে কটুক্তিকারী করিমপুর ইউনিয়নের শ্রীনারায়নপুর গ্রামের বাসিন্দা লিটন দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট লিটন চন্দ্র দাস। গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে চেয়ারম্যান বলেন,
আবহমান কাল থেকেই দিরাই শাল্লার মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতির সদ্ভাব বজায় রয়েছে। আমাদের মসজিদের পাশে রয়েছে মন্দির। ঈদ এবং পূজা উদযাপন হয় একই সঙ্গে এবং আজানের ধ্বনির পাশাপাশি মন্দিরে বাজে বাঁশরির সুর। দেশের সাম্প্রতিক সংকটকালে আমরা দেখেছি অনেক মাদরাসা শিক্ষার্থীসহ ছাত্র-জনতা রাত জেগে সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়ি-ঘর পাহারায় নিয়োজিত ছিলেন। অতীতেও তারা আমাদের পাশে ছিলেন। আমরা আশা করি, আগামীতেও তারা এভাবে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষায় পাশে থাকবেন।
লিটন চন্দ্র দাস বলেন, আমার ইউনিয়নের শ্রীনারায়নপুর গ্রামের লিটন দাস নামের যে ব্যক্তি ফেসবুকে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটুক্তি করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করি। তিনি বলেন, প্রকৃত ধার্মিক কখনোই অন্য ধর্ম নিয়ে কটাক্ষ করবে না। এটাকে বিচ্ছিন্ন কোন ঘটনা মনে না করে এর পেছনে আমাদের ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট করার অপচেষ্টা ছিল কিনা খতিয়ে দেখতে প্রশাসনকে আহবান জানাই।