দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশতাধিক: দোকান লুটপাট

দিরাই প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে খাসজমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হারুন মিয়া(৬০)নামের একজন নিহত ও উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে ও বাজারের কয়েকটি দোকান লুটপাট হয়েছে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
বৃহস্পতিবার(২৯আগস্ট) সকাল ১০ টার দিকে এ সংঘর্ষ হয়। জানা যায়,বাজার সংলগ্ন খাসজমি নিয়ে রফিনগর ও মির্জাপুর গ্রামের লোকজনের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্রসহ দুই পক্ষ সংঘর্ষ জড়ায়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে হারুন মিয়া নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। তিনি রফিনগর গ্রামে মৃত শাহআলম মিয়া’র ছেলে। সংঘর্ষ চলাকালে রফিনগর গ্রামের লোকজন বাংলাবাজারে থাকা অপর পক্ষের অর্ধশতাধিক দোকানের মালামাল লুটপাট করে নিয়ে যায়। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা দিরাই , সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।