বানভাসিদের পাশে দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়া ইতালি
দিরাই প্রতিনিধি :
বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার ফলে অসংখ্য মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। তারা খাদ্য, পানি ও চিকিৎসাসেবার চরম সংকটে পড়েছে। এ অবস্থায় দেশবিদেশের বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়া ইতালি বানভাসিদের নগদ অর্থ সহযোগিতার মাধ্যমে সহমর্মিতা জানিয়েছে। সামাজিক সংগঠন দিরাই থানা পাবলিক গ্রুপের ত্রাণ তহবিলে দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেছে সংগঠনটি। শনিবার (৩১ আগস্ট ২০২৪) বিকেলে দিরাই পৌর শহরের একটি কনফারেন্স হলে পাবলিক গ্রুপের দায়িত্বশীলদের কাছে অনুদানের নগদ অর্থ তুলে দেয়া হয়। এ সময় দিরাই সমাজ কল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন, মহসিন মিয়া, জাহেদ মিয়া, রাহিয়া সরদার, ওমর ফারুক তপু, ফাহিম হাসান প্রমুখ। এছাড়া পাবলিক গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আখলাকুর রহমান, অর্থ সম্পাদক হাফিজ শাব্বির আহমেদ সরদার, সহ-অর্থ সম্পাদক হাফিজ লোকমান হোসেন, মোহাম্মদ সায়েম, ইজাজুর রহমান, আমজাদ সরদারসহ দুই সংগঠনের আরও অনেকে। উল্লেখ্য, দিরাই সমাজ কল্যাণ সমিতি মিলান লম্বারদিয়া ইতালি ২০১৫ ইং সনে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।