সাহিত্য
কবিতা:-মিলন মালা
স্টাফ রিপোর্টঃ
কবিতা:-মিলন মালা
লেখকঃ-সুবর্ণা দাস
শত জনমের শত বাধা এসে
দাঁড়ালো যখন দ্বারে,
সেই অসময়ে তুমি এসে প্রিয়
বাঁধলে পুষ্প হারে।
বিরহ কুহক পেতেছিল ফাঁদ
সারক পাখির মত,
মন দূরবীন জং ধরা রোগে
হয়ে পড়েছিল ক্ষত!
মেঘলা আকাশ কুয়াশা প্রহর
গ্রহণকালের অমা,
ঘুচে দিয়ে তুমি চাঁদ সৌরভে
নিয়ে এলে পূর্ণিমা!
মহা প্লাবনের সেই মহাকাল
ভুলি নাই ভুলি নাই,
স্বর্গ ভূমের সে বাঁধন প্রিয়
খুলি নাই খুলি নাই।
বিদায়ের বেলা অগ্নি চিতার
সহসা বিয়োগ রাশি,
অচিন দেশের একার বসতি
পরালো যাতনা ফাঁসি!
জানি জানি সেই ঘন ঘোর কাল
নয় নয় চিরকাল,
অবুঝ হৃদয় মানতে পারেনি
ছলনার পাতা জাল!
মন বেঁড়ি ছিঁড়ে সুখ গেলো উড়ে
অজানার পথ ধরে,
স্বপ্ন শূন্য বর্ণ শূন্য
মরুভূমি অন্তরে!!
এত যুগ পরে পারিজাত শোভা
ছড়িয়ে দিলে এ মনে,
ভালোবেসে প্রিয় রঙধনু রং
এঁকে দিলে দুনয়নে!