সারাদেশ
দিরাইয়ে শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

দিরাই প্রতিনিধি ঃ করোনা ভাইরাস প্রকোপে সাড়া বিশ্ব কার্যত স্থবির। এই পরিস্থিতিতে খেটে খাওয়া দিনমুজুরসহ নিম্নআয়ের পরিবারগুলো রয়েছে চরম বিপাকে। এমন কিছু অসহায় দিনমজুর পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ‘খতিবুর রহমান চৌধুরী, অতিবুর রহমান চৌধুরী, মাও আব্দুল লতিফ চৌধুরী রহঃ স্মৃতি ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে শুক্রবার বেলা ১১ টায় পৌর সদরের সুজানগর গ্রামের শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।