দিরাইবাসী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী: এড. ইকবাল
দিরাই প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জের দিরাই পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন দিরাই পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, দিরাই পৌরসভার বিগত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী। শুক্রবার (১১ অক্টোবর) রাতে পৌরসভার শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির, কালী মন্দির, হারানপুর পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। মজলিশপুর দুর্গা পূজামণ্ডপ পরিদর্শনকালে অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী
বলেন, আমরা দিরাই পৌরসভাসহ দিরাইবাসী বহুকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিশ্বাস করে এসেছি। কিন্তু কিছু কুচক্রী মহল সব সময় চায় অপ্রীতিকর ঘটনা ঘটাতে,গুজব রটায়।আমি হিন্দু ভাইদের অনুরোধ করছি সব সময় সতর্ক থাকতে। তিনি আরোও বলেন,হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজায় দিরাইয়ে কোন ধরণ বিশৃঙ্খলা সৃষ্টির হওয়ার সুযোগ দেওয়া যাবেনা। পূজা উপলক্ষে কোথাও সন্ত্রাসী কার্যকলাপ সহ কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। ধর্মীয় ভাবগাম্ভীর্যে যাতে সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজা করতে পারেন, সেজন্য মণ্ডপ মণ্ডপে বিএনপির নেতাকর্মীরা নজরদারি করছেন। বিএনপি আগেও সনাতনীদের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি বলেন, এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশু, বিএনপি নেতা মোহাম্মদ আলি , দিরাই পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুবদলের সদস্য বকুল আহমদ চৌধুরী, মিলিক মিয়া, আমজাদ চৌধুরী, আফাজ মিয়া, আবু সালেহ, আলি হোসেন, ইকবাল হোসেন, মতালিব মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক আমির হোসেন চৌধুরী প্রমুখ।