সারাদেশ

দিরাইয়ে সড়কের পাশে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাইয়ে সড়কের পাশে অবৈধ ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অভিজিৎ সুত্রধর। শনিবার(২৬ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উচ্ছেদ করা দোকানের মধে রয়েছে কাঁচামাল অবৈধ টং দোকান, হকারদের বিভিন্ন সামগ্রীর দোকান।এসময় বিভিন্ন দোকান মালিককে সতর্কতামূলক মৌখিক নোটিশ প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করার সময় সাংবাদিকদের
পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রধর বলেন, ‘রাস্তার ফুটপাত অবৈধভাবে গড়ে তোলা দোকান ও স্থাপনার কারণে জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। এসব অবৈধ দোকানের কারনে যানজটও অনেক বেড়েছে। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। তিনি সাংবাদিকদের আরও বলেন, দিরাই মুল বাজার, মধ্য বাজার ও সেলুন পট্টি রাস্তার কাজ তিন মাসের মধ্যে শেষ করা হবে, ফলে যানজটের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap