সারাদেশ

দিরাইয়ে বিএনপি নেতা আব্দুস শহীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুস শহীদ চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় নিজ বাসভবনে শহীদ চৌধুরীর বর্ণাঢ্য জীবনী নিয়ে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল কাইয়ুম। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ জেপি, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মশাহিদ তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মরহুম শহীদ চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, শ্রম ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সোহেল মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক তালুকদার, জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবীর তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দিরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর যুবদলের আহবায়ক মহিউদ্দিন মিলাদ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ অক্টোবর যুক্তরাজ্যের একটি হাসপাতালে স্ট্রোক জনিত কারণে ৭৫ বছর বয়সে মারা যান আব্দুস শহীদ চৌধুরী।সাদা মনের মানুষ, নিরহঙ্কার এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তিনি সর্বমহলে সমাদৃত। মানুষকে মনে-প্রাণে ভালোবাসতেন, সহজে করতে পারতেন আপন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সুনামগঞ্জ সরকারী কলেজের ভিপি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, দিরাই উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এবং দিরাই – শাল্লা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সমন্বয়কারীর দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন। পরবর্তীতে তিনি, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতিসহ দিরাই উপজেলা বিএনপির বারবার সভাপতি নির্বাচিত হন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap