
স্টাফ রিপোর্টার ঃ সুনামগঞ্জের দিরাইয়ে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়। আক্রান্তরা হলেন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বজন সভাপতি ও স্বজন এর যুগ্ম আহবায়ক উপজেলার তাড়ল ইউনিয়নের বোরহানপুর গ্রামের বাসিন্দা সমাজকর্মী শাহজাহান সাজু, একই গ্রামের বাসিন্দা ও দিরাই বাজারের দিরাই ফার্মার স্বত্বাধিকারী মতিউর রহমানের পুত্র তানভীর, পৌর সদরের দাউদ পুর গ্রামের বাসিন্দা সিরাজ মিয়া। এরআগে গত ১১ জুন দিরাই ফার্মার কর্মচারী নানু দাসের করোনা পজিটিভ শনাক্ত হয়। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে। এরমধ্যে ৭ জন ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন। জানা যায়, করোনা আক্রান্ত শাহজাহান সাজু ও তানভীর সুস্থ্য আছেন।