দিরাইয়ে ব্যবসায়ী সহিবুর রহমানের ইন্তেকাল

দিরাই প্রতিনিধিঃ
দিরাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, শাপলা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মো. সহিবুর রহমান তালুকদার (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।বুধবার ভোর ৫টার দিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সহিবুর তালুকদার পৌর শহরের রাধানগর গ্রামের উজির মিয়া তালুকদারের ছেলে। পরিবার সুত্রে জানা যায়, বুধবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহিবুর রহমান তালুকদারের অবুঝ ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে। বুধবার বিকাল ৪ টা ৪৫ মিনিটের সময় রাধানগর ঈদগাহ মাঠে জানাজ শেষে গ্রামের কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।