সারাদেশ

সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের ৩ দিনের রিমান্ড

নিউজ ডেস্কঃ-

উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আবদুর রউফ হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

এর আগে আবদুর রউফ হত্যা মামলায় শফিউল ইসলাম মহিউদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়।

শফিউল ইসলাম মহিউদ্দিন আদালতের কাছে নিজেকে নিরপরাধ দাবি করেন।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত শফিউল ইসলাম মহিউদ্দিনের তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে উত্তরা পশ্চিম থানার বিএনএস সেন্টারের সামনে গত ১৮ জুলাই আবদুর রউফকে গুলি করে হত্যা করা হয়।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা–পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ–সমর্থিত একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ছিলেন।

সুত্রঃ-প্রথম আলো

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap