সারাদেশ
দিরাইয়ে বিএনপি নেতা মাইদুল চৌধুরীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাইদুল হোসেন চৌধুরীর পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৯ মার্চ ২০২৫) বেলা ৩ টায় দিরাই পৌর শহরের সাত্তার ম্যানশনে উপহার বিতরণপূর্ব আলোচনায় আয়োজক মাইদুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সুভাষ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জালাল মিয়া, প্রেসক্লাবের আহবায়ক সোয়েব হাসান, বিএনপি নেতা আবুল খয়ের, মনিরুজ্জামান, আবদাল চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে ২ শতাধিক মানুষের হাতে ১ কেজি সোয়াবিন, ২ কেজি পেঁয়াজ, ডাল, আলুসহ ৮ প্রকার নিত্যপ্রয়োজনীয় পন্যের ঈদ উপহারের প্যাকেট তুলে দেয়া হয়।