দিরাইয়ে ডাক্তার রসেন্দ্র কুমার তালুকদার আর নেই

দিরাই প্রতিনিধি:
দিরাইয়ে মানবিক ডাক্তার খ্যাত প্রবীন চিকিৎসক ডা. রসেন্দ্র কুমার তালুকদার (৭৯) আর নেই। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দিরাই পৌরশহরের কলেজ রোডের নিজ বাসায় ইহলোক ত্যাগ করেন তিনি। পরিবার সুত্রে জানা যায়, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস (চৌকা) গ্রামে ১৯৪৬ সালের পহেলা এপ্রিল তিনি জন্ম গ্রহন করেন। চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রি নিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে চাকুরী করেন। সর্বশেষ দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে অবসর গ্রহন করেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন মেজো। দীর্ঘদিন ধরে দিরাই শহরের নিজ বাসভবনে বিভিন্ন রোগে ভুগছেন তিনি ।নিঃসন্তান রসেন্দ্র কুমার তালুকদারের স্কুল শিক্ষিকা স্ত্রী আগেই প্রয়াত। হাওর এলাকার রোগীদের কম মূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানবিক ডাক্তার হিসেবে খ্যাতি পান। প্রায় অর্ধ শতাব্দী সময় ধরে চিকিৎসা সেবায় নিয়োজিত এই ডাক্তারকে সাধারণ মানুষ রোগ বিশেষজ্ঞ হিসেবে আখ্যা দিয়ে থাকেন। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক কাজে তিনি সম্পৃক্ত ছিলেন। দিরাই শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমসহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার অন্যতম কারিগর তিনি। তাঁর মৃত্যতে দিরাই তথা হাওর বাসী এক কিংবদন্তি চিকিৎসক হারালো।